সৌম্যর পর বিদায় নিলেন লিটন দাসও

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ০৯:৪০ এএম

সেমির আশা টিকিয়ে রাখতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে আজ রবিবার (৩০ অক্টোবর) জিততেই হবে বাংলাদেশকে। এই সমীকরণ সামনে নিয়ে ব্রিসবেনের দ্য গ্যাবায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। খেলা শুরু হতে না হতেই শুন্য রানে আউট হয়ে ফিরলেন ওপেনার সৌম্য সরকার।

সে সঙ্গে ওপেনিংয়ে বরাবরের মতই দৈন্যদশার প্রদর্শনী দেখালো টাইগাররা। মাত্র দুটি বল মোকাবেলা করলেন সৌম্য। দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিলেন রেগিস চাকাভার হাতে। ৬ষ্ঠ ওভারের তৃতীয় বলে লিটন দাসের উইকেটও তুলে নিলেন ব্লেসিং মুজারাবানি। তেন্দাই চাতারার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন।

এখন প্রর্যন্ত ৭ ভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান ২ উইকেট হারিয়ে। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক সাকিব এবং অপর পাশে নাজমুল হাসান।

বাংলাদেশ একাদশ:- নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ:- রেজিস চাকাবভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, ব্র্যাড ইভান্স, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড নাগারভা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: