নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১০:১৪ এএম

নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সন্ধায় লোহাগড়া উপজেলার হলদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রাফিয়া (২) সে ওই গ্রামের আমিরুল্লাহ এর মেয়ে।

মৃত রাফিয়ার মামা ইমামুল ইসলাম রিয়ান জানান, শনিবার সন্ধায় তার ভাগনি শিশু রাফিয়া বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বাড়ির পেছনের পুকুরে পড়া অবস্থায় দেখে তাকে উদ্ধার করা হয়। পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার রাতেই ছোট্ট শিশু রাফিয়ার দাফন সম্পন্ন হয়েছে। তার এই অকাল মৃত্যুতে তার পরিবার এবং ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নাসির উদ্দিন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান ঘটনার সর্ম্পেকে তিনি অবগত নন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: