এক শিফটে চলবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ০২:২৫ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আমিনুল ইসলাম খান জানিয়েছেন, জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। রবিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সিনিয়র স‌চিব মো. আমিনুল ইসলাম খান ব‌লেন, 'দে‌শের সব প্রাথ‌মিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার প‌রিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রে‌তে পারব।'

তিনি আরও জানান, সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে। ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বি‌বেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: