শ্যামনগরে পুশকৃত চিংড়ি মাছ জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ০৮:২২ পিএম

জি এম মাছুম বিল্লাহ, শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগরে অবৈধ পুশকৃত চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে শ্যামনগরের নুরনগর বাজারে জাকিয়া ফিসকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৬০ কেজি পুশকৃত চিংড়ি মাছ আগুন দিয়ে নষ্ট করে ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিষ্টেট মো: আসাদুজ্জামান।

শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নুরনগর বাজারে জাকিয়া ফিসে চিংড়িতে অবৈধ ভাবে পুশ করছে। ঘটনাস্থলে এসে পুশকৃত চিংড়ি মাছ ও সরেজমিনে আটক করি। আটক পরবর্তী জাকিয়া ফিসের মালিক জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা ও পুশকৃত ৬০ কেজি চিংড়ি মাছ নষ্ট করা হয়। অভিযান শেষে নুরনগর বাজারের সভাপতি ও সম্পাদক কে সতর্ক করে দেন। পরবর্তী সময় এধরনের কাজ পরিলক্ষিত হলে তাদেরকে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: