মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান: এমপি হাবিব

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১০:৫৩ পিএম

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্য সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার স্মার্ট কার্ড এবং সনদ প্রদানের মাধ্যমে তাদেরকে সম্মানিত করছে। এ কার্ডের মাধ্যমে তাদের নাগরিক সেবা প্রাপ্তি সহজ হবে।

রোববার (৩০ অক্টোবর) ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু সাইদ মিয়া, সোনালী ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেন, সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ আলী, যুবলীগ নেতা ফাহিম আহমদ শাহ, ছাত্রলীগ নেতা রেজান আহমদ, উমর ফারুক জেমস প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: