পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির দলীয় ৭৩ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১১:১৩ পিএম

উচ্চ আদালতের ছয় সপ্তাহের জামিন শেষে নেত্রকোনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে নেত্রকোনার মদনের বিএনপি দলীয় ৭৩জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় সোমবার (৩১ অক্টোবর) বিএনপি দলীয় নেতাকর্মীরা চিফ জুডিশিয়া ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবি শফিউল হক তালুকদার জানান, গত ৩১ আগষ্ট জেলার মদনে পুলিশের সাথে বিএনপি দলীয় নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোরশেদ আলম, কনস্টেবল আজিজুল ইসলামসহ আওয়ামী লীগ ও বিএনপির অন্তত ১৮ জন আহত হন। পরে এ ঘটনায় পুলিশ বাদী মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবীর, সদস্য সচিব এইচ এম পিপুলসহ ৭৪ জনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের অভিযোগে মদন থানায় মামলা করে। ওই মামলায় বিএনপি দলীয় নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন।

সোমবার বিকেলে আসামিরা নেত্রকোনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেন। বিজ্ঞ বিচারক মোস্তাক আহমেদ একজন এইচএসসি পরীর্ক্ষীর জামিন মঞ্জুর করে বাকী আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: