কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে প্রাণ গেলো রাসেলের

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২২, ০৩:৩৪ পিএম

পঞ্চগড়ের তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরার পথে সদর উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান রাসেল (৩২) নামে এক তরুন মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। এসময় মিলন হোসেন (৩১) নামে অপর আরোহী আহত হন। শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাসেলের বাড়ি ঠাকুরগাঁও জেলার হাজিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। আহত মিলন হোসেন একই এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন রাসেল। এসময় তারা সদর উপজেলার চারমাইল এলাকায় পৌঁছলে তেতুঁলিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে মহাসড়কে ছিটকে পড়েন রাসেল। এসময় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন অপর মোটরসাইকেল আরোহী মিলন। পরে তাকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: