জবি ছাত্রলীগের উপর স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ১০:১০ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের ‘সুপার ইউনিট’ খ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটিতে ইব্রাহিম ফরাজীকে সভাপতি এবং এস এম আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ছয়মাসের মাথায় গত ১ জুলাই কেন্দ্রীয় কমিটি সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করেই এই শাখা কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: