অবশেষে ভাইরাল অডিও ক্লিপের বিষয়ে মুখ খুললেন এরিক এরশাদ

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২, ০৩:৫৮ পিএম

মা বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলে নিজেকে অবরুদ্ধ দশা থেকে উদ্ধার করতে সহায়তা চেয়েছেন এরশাদপুত্র এরিক এরশাদ। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যার মধ্যে পুলিশের সহযোগিতায় প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে বিদিশাকে বের করে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন এরশাদপুত্র। এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে ফোন করে মা বিদিশার বিরুদ্ধে অভিযোগ তোলেন এরিক।

তাদের কথোপকথনের একটি অডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এরিক তার মা বিদিশার বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন। তিনি তার মায়ের বিরুদ্ধে করা সকল অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার (৯ নভেম্বর) তিনি জানান, আমার মায়ের বিরুদ্ধে কথাগুলো বলতে বাধ্য করেছে রুবায়েত ও কাজী মামুন।তারা বিভিন্ন হুমকি দিয়ে জোড় করে আমাকে কথাগুলো বলতে বাধ্য করেছেন। তার মা তাকে বন্দি করে রেখেছে কিনা জানতে চাইলে তিনি বলেন 'না, এরকম কিছু হয়নি। আমি আমার মায়ের সাথেই আছি, ভালো আছি।

তিনি আরও বলেন 'দুদিন যাবত আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা লেখালিখি হচ্ছে। ২৭ তারিখ আমরা ওমরাহ করতে গিয়েছিলাম। তার আগে কাজী রুবায়েত এবং কাজী মামুন জিডি করেছেন যাতে আমরা ওমরায় যেতে না পারি। তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন।আমার মাকে ১৪ হাত মাটির নিচে পুঁতে রাখবে বলেও আমাকে ভয় দেখিয়েছেন।

তিনি বলেন, ওমরায় যাওয়ার আগে আমি ট্রাস্টি বোর্ডের নতুন কমিটি করেছি এবং আগের ট্রাস্টি বোর্ডকে বহিষ্কার করেছি কারণ তারা কেউ আমার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে না। তবে এ প্রসঙ্গে জানতে চাইলে কাজী মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: