ভোর রাতে প্রাণ গেল মায়ের, সকালে পরীক্ষাকেন্দ্রে ছেলে

বাবা মারা গেছেন মাত্র কয়েক মাস আগেই। এবার মা মারা গেলেন ঠিক পরীক্ষার আগের দিন। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে মায়ের মরদেহ রেখেই কেন্দ্রে এইচএসসির ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করলেন পিরোজপুরের সুরঞ্জিত দেউরি। সুরঞ্জিত আমানউল্লাহ মহাবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত রঞ্জিত দেউরির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরঞ্জিতের বাবার ছয় মাস আগে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মৃত্যু হয়। গতকাল বুধবার রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মা দিপু রানী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভোর রাতে বাড়িতে নিয়ে আসা হয় তার মরদেহ। শেষকার্য রেখেই ছেলে সুরঞ্জিত ভান্ডারিয়া সরকারি কলেজের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
শিক্ষার্থী সুরঞ্জিত জানান, বাবা কয়েকদিন আগেই মারা গেলো। এখন মা মারা গেলো। মৃত্যু তো কারো হাতে নেই। এখন পড়াশোনা করে ভালো একটা অবস্থানে পৌঁছাতে হবে। এটাই আমার সর্বশেষ লক্ষ্য। ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটি আসলেই দুঃখজনক। আমরা যথাসম্ভব শিক্ষার্থীকে মনোবল যোগানোর চেষ্টা করেছি যাতে সে পরীক্ষা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারে।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: