প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

এহসানুল হক মিয়া

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

   
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ১০ নভেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রলির ধাক্কায় শহিদুল শেখ (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় মো. ইমদাদ (২৫) নামে আরও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ময়না ইউনিয়নের সাতৈর মোহাম্মদপুর সড়কের বেলজানী চরপাড়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল শেখ (৪৫) একই উপজেলার বেলজানী চরপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, নিহত শহিদুল শেখ মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারী আসার পথে এবং ট্রলিটি সাতৈর হয়ে মোহাম্মদপুর যাওয়ার সময় বেলজানী চরপাড়া মাদরাসার নিকট গেলে এসময় ট্রলিটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় শহিদুল ঘটনাস্থলেই মারা যায়। আহত হন ইমদাদ। আহতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মরদেহটি মাগুরার মোহাম্মদপুর হাসপাতালে রয়েছে। মোহাম্মদপুর থানার পুলিশ লাশের সুরত হাল করছে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: