ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাত করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০১:৫৯ পিএম

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৫। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে জেলার রহনপুর পৌরসভার হুজরাপুর এলাকার তিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জের র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য গুলো জানানো হয়েছে।

এতে বলা হয়, ভেজালজাত দ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের দায়ে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯' অনুসারে ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ভেজালজাত দ্রব্য ধ্বংস করা হয়ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: