নেত্রকোণায় ডিজিটাল সেন্টারের এক যুগ পূর্তি উদযাপন

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৩:১৫ পিএম

‘স্মার্ট বাংলাদেশ ২০৪১: সবার জন্য স্মার্ট সেবা’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় ডিজিটাল সেন্টারের এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষ্যে র্যালী, কেইট কাটাও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বছর পূর্তি অনুষ্ঠানটি উদযাপিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেত্রকোণা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহম্মেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব মনির হোসেন, অতিরিক্ত (রাজস্ব) জেলা প্রশাসক সোহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ সোম (আইসিটি ও শিক্ষা) নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস, এম, মহসিন আলম, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, কলমাকান্দা উপজেলার উদ্যোক্তা আলআমিন, কেন্দ্রা উপজেলার উদ্যোক্তা শাহারিয়ার হোসেন, কলমাকান্দা উপজেলার উদ্যোক্তা মোহাম্মদ নুরুজ্জামান সন্দীপ সাহাও জেরিন আক্তার সহ সকল ইউনিয়নের উদ্যাগক্তাগন উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: