ফরিদপুরে বিএনপির সমাবেশস্থল একদিন আগেই মিছিল-স্লোগানে মুখর

বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) সারাদেশে বিভাগীয় সমাবেশ শুরু করেছে। ইতোমধ্যে খুলনা,রাজশাহী, বরিশাল, ময়মনসিংহে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকল ধরনের পরিবহণ বন্ধ থাকারও পরেও ওই সব সমাবেশস্থলে দলের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে উপস্থিত হয়েছিলেন। ফরিদপুরের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।
আগামীকাল শনিবার (১২ ডিসেম্বর) ফরিদপুরে বিভাগীয় সমাবেশ । আজ শুক্রবার (১১ ডিসেম্বর) বিএনপির সমাবেশস্থলে দেখা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয়েছে। এক দিন আগেই আন্দদমুখর হয়ে উঠেছে ফরিদপুর বিভাগীয় সমাবেশস্থল।
সরেজমিনে দেখা যাচ্ছে, কেউ তিন দিন আগে, কেউ দুই দিন আগে, আবার কেউ এক দিন আগেই এসে জড়ো হয়েছেন সমাবেশস্থল ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে। অনেকে মাঠের মধ্যে মিছিল করতেছে। কেউ কেউ আবার ঘাসে উপর বসে আড্ডা দিচ্ছেন। কেউবা গল্প-গান করছেন। আয়োজক কমিটির এক সদস্য জানান, আগামীকালের সমাবেশে লাখো মানুষের সমাগম হবে। ফরিদপুরের মাটিতে লাখো মানুষের সমাবেশের মাধ্যমে ইতিহাস সৃষ্টি হবে বলে আশাবাদী।
শরিয়তপুর জেলা বিএনপির সদস্য গাউসুর রহমান জানান, রাত ৮টার দিকে তারা চারটি ট্রাকযোগে শরিয়তপুর থেকে রওনা দিয়ে রাত ১০টার দিকে গণসমাবেশস্থলে এসে পৌঁছেন। তাদের সঙ্গে খোকন তালুকদার ছাড়াও শরিয়তপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলীসহ নেতাকর্মীরা রয়েছেন।
শরীয়তপুর থেকে আসা হিমেল আলী (৫০) বলেন, সমাবেশে আসতে খুব কষ্ট হয়েছে। গতকাল দুপুরে হাঁটা শুরু করি। রাতে এসে উপস্থিত হই। এত বড় সমাবেশ, এতে করে আমার খুব ভালো লাগতেছে।
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ গণমাধ্যমকে জানান, আমারা আশা করতেছি ফরিদপুরে জনসমুদ্রে পরিণত হবে। আমাদের নেতা-কর্মীরা শত বাধা বিপত্তি পেরিয়ে আসতেছে।
প্রসঙ্গত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশের কর্মসূচি পালন করছে দলটি। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্যেদিয়ে শেষ হবে তাদের কর্মসূচি। তার আগে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় সমাবেশ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: