পশুর নদীতে দূর্ঘটনার কবলে কয়লাবাহী কার্গো

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৮:১৮ পিএম

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আসার পথে মোংলা বন্দরের পশুর নদীতে এমভি জুমায়রা-১ নামে কার্গো জাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বন্দরের হাড়বাড়ীয়ার ৫ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এমভি পিথাগোরাস থেকে সাড়ে ৮০০ মেট্টিক টন কয়লা বোঝাই করে সকাল ৭টার দিকে কার্গোটি ছেড়ে আসে।

জোয়ারের অপেক্ষায় ৫ নম্বর এ্যাংকোরেজ এলাকা থাকা কার্গোটি দুপুরের দিকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটির উদ্দেশে রওনা হয়। পথে পশুর নদীর চরকানা এলাকায় পৌঁছালে কার্গোটির সুকান ফেল করায় ডুবো চরে আটকে পড়ে। এতে কার্গোর দুপাশের ডেক ফেটে যায়। এসময় কার্গোটি দ্রুত চরে উঠিয়ে দেওয়া হয়। যে কারণে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে কার্গোটি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কার্গেটি বর্তমানে চরে ঝুঁকি মুক্ত অবস্থায় রয়েছে। এ তথ্য নিশ্চিত করেন কার্গোর মাস্টার ফারুক গাজী।

মাস্টার আরও জানান, ক্রেন এনে দুর্ঘটনা কবলিত কার্গোর কয়লা অপসারণ করে জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়া হবে। ১২ জন কর্মকর্তা-কর্মচারীসহ জাহাজটি নিরাপদে রয়েছে। ডেক ফেটে গেলেও জাহাজের ভেতরে পানি ঢোকেনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: