ধামরাইয়ে কীটনাশক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৯:৪৯ এএম

ঢাকার ধামরাইয়ে একটি কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১২ নভেম্বর) ভোর ৫ টার দিকে ধামরাইয়ের কালামপুর বিসিক এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো লিমিটেড নামের লিমিটেড নামের ওই কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫ টার দিকে ওই কারখানায় অগ্নিকান্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যানপুর ফায়ার সার্ভিসের সর্বমোট ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারে নি ফায়ার সার্ভিস।

এবিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল হোসেন বলেন, প্রায় তিনঘন্টা ধরে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি। আগুন নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: