মানিকছড়িতে পাহাড় কেটে পুকুর ভরাট: ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৫:০৯ পিএম

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) থেকে: মানিকছড়ি উপজেলা সদরের হাজীপাড়া এলাকায় ভেকু মেশিন দিয়ে পাহাড় কেটে পুকুর ভরাট করার সময় পরিবেশ আইনে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা সদরের হাজীপাড়া এলাকার নয়ন মিয়া (২২) নামক ঐ ব্যক্তিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ অভিযান পরিচালনা করে উক্ত জরিমানা করেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট রুম্পা ঘোষ জানান, ভেকু মেশিন বা ভোল্ডডোজার দিয়ে পাহাড় কেটে পুকুর ভরাট করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সচিত্র সত্যতা পাওয়া গেলে তাকে পরিবেশ আইনের সংশ্রিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: