পুলিশের সঙ্গে মজা করতে ৯৯৯ নম্বরে কল, অতঃপর...

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৫:৩০ পিএম

নোয়াখালী সদর উপজেলায় ৯৯৯ নম্বরে কল করে মিথ্যা তথ্য দেওয়ায় এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে দক্ষিণ শুল্লকিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- সদর উপজেলার দক্ষিণ শুল্লকিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

জানা গেছে, আনোয়ার হোসেন শুক্রবার (১১ নভেম্বর) রাতে ৯৯৯ নম্বরে কল করে জানান, তার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন। পরে সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাননি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাতে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করায় আনোয়ারকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, আনোয়ার স্বীকার করেছেন মজা করতে ৯৯৯ নম্বরে কল করেছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: