মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৫:৫২ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মূলজান এলাকায় ওভারট্রেকিংয়ের সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালক নমিত সরকার(২৪) নামের এক যুবকের। এসময় মোটরসাইকেলে থাকা আরোহী সুনীল মন্ডল গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার(১২ নভেম্বর) দুপুর তিনটার দিকে আরিচামুখী একটি ট্রাকের সাথে মানিকগঞ্জমুখী মোটরসাইকেলের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নমিত সরকার মানিকগঞ্জ সদর উপজেলার এগারলী এলাকার নগেন সরকারের পুত্র। তিনি ধামরাই এলাকার মুন্নু সিরামিকে কর্মরত ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিততের মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: