ধামইরহাটে রাসেল ভাইপার সাপ উদ্ধার

রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) থেকে: নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে বিষধর রাসেল ভাইপার (চন্দ্র্রবোড়া) সাপ উদ্ধার করেছে এক যুবক। শনিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকশব্দল এলাকার মাঠের বাগানে বিষধর এ সাপটি ধরা পড়ে। এ ঘটনা মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে সাপটিকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় করেন।
জানা গেছে, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী সাকিব হাসান সীমান্ত এলকায় ঘুকসী নদিতে মাছ ধরতে যায়। এসময় নদীর পাশে একটি ফরেস্ট এর বাগানে সাপটিকে দেখতে পারেন সে। পরে কৌশলে সে সাপটিকে ধরে মাছ মারা লেটে বন্দি করে বাড়িতে নিয়ে আসেন। এখবর ছড়িয়ে পড়লে সাপটিকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে। পরবর্তীতে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ধামইরহাট বনবিট কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, এটি খুবই বিষধর একটি সাপ। পাশের ভারত থেকে সাপটি এসেছে বলে ধারনা করা হচ্ছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: