দুবলারচরের আলোরকোলে ধরা পড়েছে 'নাম না জানা' মাছ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ০১:১২ পিএম

জি এম মাছুম বিল্লাহ, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: বঙ্গোপসাগরের দুবলারচরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির 'নাম না জানা' একটি মাছ। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে সাগরে মাছ ধরার সময় এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটিকে দুবলারচরের আলোরকোল জেলেপল্লীতে নিয়ে আসা হয়েছে।

আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজি জানান, সাতক্ষীরার এক জেলে শুক্রবার দুপুরে সাগরে মাছ ধরা জন্য জাল ফেলেন। জাল উঠিয়ে দেখেন, তার জালে বিরল প্রজাতির নাম না জানা একটি মাছ ধরা পড়েছে।

পরে মাছটিকে আলোরকোল জেলেপল্লীতে নিয়ে আসা হয়। মাছটির নাম কেউ বলতে পারেননি। এ ধরণের মাছ আগে কেউ কখনো দেখেননি বলে জেলেরা জানিয়েছেন। দুই কেজি ওজনের মাছটির মুখে পিরানহা মাছের মতো দাঁত রয়েছে বলে মোতাসিম ফরাজি জানিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: