৩ হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ০৩:১০ পিএম

বকেয়া বিল পরিশোধ না করায় রাজধানীর তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে নেমেছে বিতরণ সংস্থা তিতাস। সোমবার(১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম।

তিনি বলেন, রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল এলাকা পর্যন্ত প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, বার বার তাগিদ দেয়ার পরও তারা বকেয়া পরিশোধ করছেন না। তবে বকেয়া পরিশোধ করলে তাদের সংযোগ দেওয়া হবে।

তিনি জানান, ৪২টি দলে ভাগ হয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাচ্ছে বিতরণ সংস্থা তিতাস। যদি একদিনে সব সংযোগ বিচ্ছিন্ন করা না যায় তাহলে অভিযান দ্বিতীয় দিনেও অভিযান চলবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: