এভাবে একটা স্বাধীন দেশ চলতে পারে না: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এভাবে একটা স্বাধীন দেশ চলতে পারে না। ভোট ডাকাত এই সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতা। মানুষের ঘরে খাবার নেই। পকেটে টাকা নেই। খাদ্য কেনার সামর্থ্য নেই। সর্বোপরি মানুষের জানমালের কোনো নিশ্চয়তা নেই। এ দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে এই ব্যর্থ সরকারকে পদত্যাগে বাধ্য করানোর কোনো বিকল্প নেই।
আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত পস্তুতি সভায় পধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। কুমিল্লা শহরের নূর মহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।
সভায় পধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির সমন্বয়ক মো. মোস্তাক মিয়া। উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির পরিচালনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপিকা ড. শাহেদা রফিক, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, রফিক শিকদার, একরামুল হক বিপ্লব. ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের পেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার পমুখ বক্তব্য রাখেন।
কুমিল্লার গণসমাবেশ সমন্বয় কমিটির পধান বরকতউল্লাহ বুলু বলেন, নিজ গৃহে শান্তিতে থাকতে হলে স্বৈরাচার ও হামলা-মামলাবাজ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। নয়তো দেশ ও মানুষ বাঁচবে না।
তিনি বলেন, তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও আজ নিজগৃহে অন্তরীণ আছেন। দেশকে এভাবে চলতে দেয়া যায় না। আর সেজন্যই বিভাগীয় পর্যায়ে গণসমাবেশকে সফল করার মধ্য দিয়ে গণ-আন্দোলনে পরিণত করতে হবে। এর মাধ্যমে এই জুলুমবাজ সরকারের পতন নিশ্চিত করতে হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: