মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে গবাদী পশু ও হাঁস মুরগী পালন প্রশিক্ষণ প্রদান

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) থেকে: খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় বিভিন্ন পাড়া পর্যায়ে চার ব্যাচে ৮৮ জন উপকারভোগীদের মাঝে দিনব্যাপী গবাদী পশুপালন ও হাঁস মুরগী পালন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
গত ৯ নভেম্বর (বুধবার) সকালে উত্তর ফকিরনালা এলাকার পাড়া পর্যায়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা রূপনা দাশ। পরে ১০ নভেম্বর শুক্রবার থলিপাড়া এবং ১৩ নভেম্বর রবিবার বড়বিল ১৪ নভেম্বর সোমবার বিকেলে কুঞ্জরীপাড়া এলাকায় প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে উক্ত প্রশিক্ষণ শেষ হয়েছে। এতে প্রশিক্ষণ প্রদান করেন, মানিকছ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, ভিএফএ সানিউ মারমা, প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস, পংমে মারমা, হিমেল চাকমা।
প্রশিক্ষণের ফলে প্রকল্পের কর্ম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী গবাদি পশু ও হাঁস মুরগী পালনের মাধ্যমে নিজেদের আত্মনির্ভশীল হিসেবে গড়ে তুলতে পারবে। পারিবারিক ভাবেও আর্থিক স্বচ্ছলতার পাশাপাপাশি পারিবারিক পুষ্ঠির চাহিদাও পূরণ হবে। সেই সাথে তারা স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে তারা পারিবারিক ও সামাজিক ভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: