জয়পুরহাটে পারিবারিক দ্বন্দ্বে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ০৫:৪৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক দ্বন্দ্বে কালাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষ ফারুকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ নভেম্বর) জেলার উপজেলার কাচনা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার জেলার পাঁচবিবি উপজেলার কাচনা গ্রামে পারিবারিক কলহে ঝগড়া চলছিল। এ সময় প্রতিপক্ষ ফারুক ও তার সহযোগীরা কালামের বাড়ির সামনেই ধারালো অস্ত্র দিয়ে কালামকে ধাওয়া করে। কালাম আত্মরক্ষার জন্য দৌড়ে বাড়ির মধ্যে চলে যায়। তারা বাড়িতে প্রবেশ করে তাকে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা কালামকে উদ্ধার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু তার মৃত্যু হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: