নন্দীগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির ৫৪০ কেজি চালসহ আটক ১

বগুড়ার নন্দীগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির ৫৪০ কেজি (১৮ বস্তা প্রতি বস্তা ৩০ কেজি) চালসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ভ্যান চালক জাহাঙ্গীর আলম (২৮) বুড়ইল ইউনিয়নে আইলপুনিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাদ্য বান্ধব কর্মসূচির ১৮ বস্তা চাল নিয়ে অটোভ্যান চালক জাহাঙ্গীর আলম আইলপুনিয়া গ্রামের মানুষমারী নামক স্থান হয়ে ধুন্দার বাজারের দিকে যাওয়ার সময় এলাকাবাসী দেখতে পেয়ে তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে চালসহ জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে আইলপুনিয়া গ্রামের নজিবুল্লাহ মজনু মন্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: