জয়পুরহাটে কিশোর গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার

জেলা শহরের চকশ্যাম এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০ টার সময় অপরাধ দমন এক অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের ৭ সদস্যকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতার হওয়া কিশোর গ্যাং চক্রের সদস্যরা হচ্ছে স্থানিয় চকশ্যাম গ্রামের ওবাইদুল ইসলাম (২২), আল আমিন হোসেন (২৫), উজ্জল হোসেন (২৩), সুজন হাসান (১৯), মিরাজ হোসেন (২২) ও পাশের খনজনপুর উত্তরপাড়া মহল্লার আরিফুল ইসলাম (২২) ও রাসেল সাজু (২০)।
খনজনপুর থেকে বেল আমলা গ্রামে যাওয়ার রাস্তায় আনসার ক্যাম্পের উত্তরপার্শে পাশে আল আমিনের দোকানের সামনে কয়েকজন কিশোর গাঁজা সেবন করে নেশাগ্রস্থ অবস্থায় হাটুরে লোকজনের সঙ্গে বিরক্তিকর আচরণ ও শান্তি শৃংখলা বিনষ্ট করে আসছে। এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় কিশোর গ্যাং চক্রের ৭ সদস্যকে মাদক সেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের উপ অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে র্যাব সদস্য।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে কিশোর গ্যাং চক্রকে গ্রেফতারে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে বলেও জানান, র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: