বগুড়ায় ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে রাস্তায় বিক্রি করছে পতাকা-জার্সি

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০৪:১০ পিএম

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে কাতারে। বিশ্বকাপ শুরুর দিন যত এগিয়ে আসছে দেশে বাড়ছে উত্তেজনা। বিশ্বের ফুটবলপ্রেমীরা শুরু করে দিয়েছেন দিন গণনা। সারাবিশ্বের সাথে এ রোমাঞ্চের জন্য অধীর আগ্রহে প্রহর গুনছে বাংলাদেশি সমর্থকরাও। এরই অংশ হিসেবে বাড়ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা বিক্রি হিড়িক।

বগুড়ায় গত কয়েকদিন আগ থেকেই পতাকা নিয়ে বিভিন্ন ভ্রাম্যমাণ মৌসুমী ব্যবসায়ী পেশা বদলে ফেরি করে পতাকা বিক্রি শুরু করছেন। তারা ফুটপাতে দাঁড়িয়ে কিংবা পথে হেঁটে হেঁটে পতাকা বেঁধে বিক্রি করে চলছেন। বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থক বেশি থাকায় এই দুই দেশের পতাকা বিক্রি বেশি। তবে পতাকা বিক্রেতারা বলছেন, বিগত বছর গুলোর তুলনায় এবার বিক্রি কম।

এ ছাড়াও গত কয়েক বছর জার্মানি, স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের সমর্থক বেড়েছে। তাই এসব দেশের পতাকাও কম-বেশি বিক্রি হচ্ছে। এদিকে পতাকার পাশাপাশি চাহিদা পছন্দের দলের জার্সি ও ব্যাজ বিক্রিও বেড়েছে শহরের নিউমার্কেট এলাকায়। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে পতাকা বিক্রি করছেন হাসানসহ আরো ৪-৫ জন। জানতে চাইলে হাসান বলেন, পতাকা বিক্রি খুবই কম। তিনি আশা করেন, বিশ্বকাপের আগে প্রায় অর্ধ লাখ টাকার পতাকা তারা বিক্রি করতে পারবেন।

বুধবার বিকেলে সাতমাথা এলাকায় পাঁচ জন বিক্রেতাকে পতাকা বিক্রি করতে দেখা যায়। বিশ্বকাপ খেলাকে সামনে রেখে পতাকা কিনতে আসা অনার্স পড়ুয়া রাকিবুল বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা দরজায় কড়া নাড়ছে। এমন সময় প্রিয় দলের সমর্থক হিসেবে পতাকা টাঙ্গাতে চাই।

রাকিব আরো বলেন, গতকাল তার প্রিয় দল ব্রাজিলের জার্সিও কিনেছেন। তাই ব্রাজিলের সমর্থক হয়ে ২০০ টাকা দিয়ে একটি পতাকা কিনে নিলাম। কাঠি পতাকা ১৫ টাকা করে বিক্রি করেন। এছাড়া ৫ ফুট দৈঘ্যের পতাকা ২০০ টাকা ও সাড়ে ৩ ফুট দৈর্ঘ্যের পতাকা বিক্রি হয় ১৫০ টাকায়। নিউমাকেট এলাকার করতোয়া খেলা ঘরের রাজু বলেন, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জার্সি বিক্রি বেড়েছে। বিভিন্ন বসয়ীরা নিয়মিত আসছেন জার্সি কিনতে তবে সন্ধ্যায় ভীড় বেশি হয়।

বাসা-বাড়ির ছাদ কিংবা দোকানঘরে টানানোর জন্য পছন্দের দেশের পতাকা সংগ্রহ করছেন ফুটবলপ্রেমীরা। খেলা শুরু ১ বা ২দিন আগে পুরোপুরি শুরু হবে বিশ্বকাপের আমেজ। পতাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান থেকে বাড়ির উঠোনে যুক্তিতর্কে মেতে উঠবেন এছাড়াও পতাকা নিয়ে সমর্থকরা মোটরসাইকেল শো-ডাউন ও মিছিল করছে ফুটবলপ্রেমীরা

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: