প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

এম. সুরুজ্জামান

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

   
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ১৬ নভেম্বর ২০২২

শেরপুরের নকলা উপজেলায় কীটনাশক পান করে আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (১৬ নভেম্বর) উপজেলার গণপদ্দি ইউনিয়নের বারইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মোক্তার আলীর পুত্র।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (১৪ নভেম্বর) ভোরে সবার অগোচরে ধান ক্ষেতে দেওয়ার কীটনাশক পান করে আমিনুল। টের পেয়ে পরিবারের লোকজন প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান আমিনুল।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: