ঢাবির গণিত বিভাগে ট্রাস্ট ফান্ড গঠন

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০৬:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের বিএসসি সম্মান চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক ও বৃত্তি প্রদানে ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ‘অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ৪০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং দাতা পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: