সিলেটে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা, সতর্ক পুলিশ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০২:২৪ পিএম

বিএনপির বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে আগামীকাল (শনিবার) সিলেটে গণসমাবেশ করার সকল প্রস্তুতি শেষ। দলের নেতাকর্মীরা এরই মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। সমাবেশে কোনো বিশৃঙ্খলা হলে কঠোরভাবে প্রতিহতের কথা বলছে আওয়ামী লীগ। নগরীতে শোডাউন দিচ্ছে ছাত্রলীগ। আর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে মৌলভীবাজার ও হবিগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে। তবে সবকিছু ছাপিয়ে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। ধর্মঘট নিয়ে বিএনপির অভিযোগ, বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাবেশের আগে ধর্মঘট প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, কারা কী জন্য ধর্মঘট ডেকেছেন এটা বোঝার বাকি নেই। তবে ধর্মঘট করে জনরোষ আটকানো যাবে না। তবে ‘চাপে পড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে’ বিএনপির এমন অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন মালিক সমিতির নেতারা।

মহাসড়কে অবৈধ যান বন্ধসহ কয়েকটি দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে দাবি বাস মালিক সমিতির। জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া সাংবাদিকদের জানান, সিএনজি, অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধসহ চার দফা দাবিতে ধর্মঘট দেওয়া হয়েছে। এটা ধারাবাহিক আন্দোলনের অংশ।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার আজবাহার আলী শেখ সাংবাদিকদের বলেন, সমাবেশের নামে যদি কেউ বিশৃঙ্খলা বা নাশকতা করে, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: