বাগেরহাটে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

বাগেরহাটে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ শোভাযাত্রা করেছে। আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ র্যালী অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল 8টার দিকে বাগেরহাট শহরের রেলরোড এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাগেরবাজার, রুপা চৌধুরী ইকো পার্কের সামনে থেকে পুনরায় রোলরোডে শেষ হয়। এতে প্রায় দুই হাজার আর্জেন্টিনা ভক্ত অংশ নেয়।
আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর অন্যতম আয়োজক মোঃ রাজু আহমেদ জানান, আগামী ২২ তারিখ আর্জেন্টিনা দলের খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আনন্দ র্যালি করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল। তিনি বলেন, এ বিশ্বকাপে আর্জেন্টিনা নিজ যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্বকাপে চ্যম্পিয়ান হবে।
উল্লেখ্য, ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এ আসরে ৩২ দল অংশ নেবে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: