পরিবহন ধর্মঘট, নৌকায় করে সিলেটে যাচ্ছে বিএনপি নেতা-কর্মীরা

পরিবহন র্ধমঘটের মধ্যেও বাধা মানতে নারাজ বিএনপি নেতা কর্মীরা। পূর্ব ঘোষিত সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে গনসমাবেশ সফল করতে এবার নৌকায় ভর করে ছুটে চলছে তারা। সুনামগঞ্জের ১২টি উপজেলার বিএনপি নেতা কর্মীগন এবার পরিবহন র্ধমঘটের কারনে সড়ক পথে না গিয়ে নৌকায় ভড় করে নদী পথে ছুটে চলছে।
বৃহস্পতিবার সকালে পরিবহন র্ধমঘট ডাক দেয়ার কারনে দুপুর থেকে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে সড়ক পথে সড়ক পথে না গিয়ে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, র্ধমপাশা, মধ্যনগর, দিরাই, শাল্লা, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ সদর, দোয়ারা বাজার, ছাতকসহ ১২টি উপজেলার বিএনপি নেতা কর্মীরা প্রয়োজনীয় খাবার, পোষাক ও থাকার বিছানাপত্র নিয়ে নৌকা নিয়ে সিলেটের উদ্দেশ্য রওনা করেছে হাজার হাজার বিএনপির নেতা কর্মীরা। এর পূর্ব বিভিন্ন যানবাহনে সারাদিন ও রাতে পৌঁছেছে নেতা কর্মীরা।
শুক্রবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলা থেকে সিলেটের উদ্দেশ্য রওনা দেয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া জানান,সড়ক পথে পরিবহন র্ধমঘটের ডাক দেয়ায় বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা থেকে কয়েক হাজার বিএনপিসহ সহযোগি সংগঠন নেতা কর্মীরা সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ও বিএনপি সহ সভাপতি আনিসুল হকের নেতৃত্ব নৌ পথে খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সিলেটের উদ্দেশ্য রওনা হয়েছে। রাতে নৌকায় থেকেছি। তারা সবাই নৌকায় থাকা খাওয়া সব করব। আমরা সিলেটের কাছে চলে এসেছি।
সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ও বিএনপি সহ সভাপতি আনিসুল হক জানান,সরকারের নির্দেশেই দু দিনের পরিবহন র্ধমঘটের ডাক আসল উদ্যোশেই হল বিএনপির গনসমাবেশ বাধা সৃষ্টি করা। কিন্তু কোন লাভ হবে না সকল বাধা অতিক্রম করে বিএনপি নেতা কর্মীরা সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে পৌঁছেছে। আরও নদী পথে আসছে।তাহিরপুর,জামালগঞ্জ,র্ধমপাশা ও মধ্যনগর উপজেলা থেকে আমার নেতৃত্বে ৫ হাজারের বেশি নেতাকর্মী সমর্থকগন সিলেট এসেছে।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল জানান,পরিবহন র্ধমঘটের নামে আমাদের পূর্ব ঘোষিত সমাবেশে বাধা সৃষ্টি করছে সরকার। আ.লীগ সরকার বিএনপি সমাবেশে যেতে দিতে চায় না। কিন্তু আমাদের নেতা কর্মীরা বিভিন্ন যানবাহনে করে সিলেট চলে গেছে। পরিবহন র্ধমঘটের কারনে সুনামগঞ্জ থেকে ৮হাজারের অধিক মটর সাইকেল নিয়ে নেতা কর্মীরা সুশৃঙ্খল ভাবে সিলেট রওনা করেছে। দেশের নাগরিক হিসেবে যাওয়ার পথে পুলিশ ও প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে এমন প্রত্যাশা করি। কিন্তু কোথাও যদি প্রতিবন্ধকতা তৈরি করা হয় তবে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: