শ্যামনগরে খোলপেটুয়া নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০৮:০০ পিএম

মাছুম বিল্লাহ, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোলপেটুয়া নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল ৪ টায় নীলডুমুর উত্তর পাড়া যুব সংঘের আয়োজনে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত মোট ৫ টি নৌকা অংশগ্রহণ করে।

নৌকা বাইচ প্রতিযোগিতার কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী প্রতিটি নৌকা তিন বার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের হীরার তরী ও আশাশুনি উপজেলার পুইজালার সোনার তরী দ্বিতীয় স্থান অধিকার করে।

তরুণ সমাজসেবক ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান, এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী সহকারী বন সংরক্ষক পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ, ভবতোষ কুমার মন্ডল সাধারণ সম্পাদক বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগ, জি এম আকবর কবির সভাপতি শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, জি এম মাছুম বিল্লাহ সাধারণ সম্পাদক সুন্দরবন প্রেসক্লাব, বেলাল হোসেন কার্যকরী সদস্য সুন্দরবন প্রেসক্লাব।

এছাড়া উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জি এম আকবর হোসেন ও স ম ওসমান গনি সোহাগ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: