রংপুরে দুই হোটেলসহ ১২ দোকান পুড়লো আগুনে

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৯:১৮ এএম

রংপুর নগরীতে দুটি হোটেলসহ ১২টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খাবার হোটেলসহ প্রায় বারোটি দোকানের মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শুক্রবার (১৮ নভেম্বর) রাত পৌনে বারোটার দিকে মহানগরীর মডার্ন মোড়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করে।

প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস বলছে, শুক্রবার রাত পৌনে বারোটায় মডার্ন মোড়ের শাহীন হোটেলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আজাদ হোটেলসহ আশেপাশের বিভিন্ন ধরনের ১২টি দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় পৌনে এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এসময় ফায়ার সার্ভিসের পাশাপাশি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল সহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের আগুন নেভাতে সহযোগিতা করতে দেখা যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপপরিচালক জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুনের সূত্রপাত বা কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। অগ্নিকাণ্ডে দুটি হোটেল এবং ১২টি বিভিন্ন ধরণের সামগ্রী বিক্রির দোকানের মালামাল পুড়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: