আশুলিয়ায় রিক্সা-ভ্যান শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৩:৪৭ পিএম

ঢাকার আশুলিয়ায় রাস্তা আছে যেখানে রিক্সা চলবে সেখানে এমন স্লোগান নিয়ে রিক্সা ও ভ্যান শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। শনিবার (১৯ নভেম্বর) সকালে ইউনিক বাসস্ট্যান্ডে আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।

এসময় সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকনেতা খাইরুল মামুন মিন্টু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আলম পারভেজ, আলতাব শেখ ও নান্নু মিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। রিক্সা-অটোরিক্সা, ভ্যান-অটোভ্যান চলাচলে বাঁধা নিষেধ প্রত্যাহার, চাঁদাবাজি হয়রানী বন্ধ করে চলাচলের জন্য আলাদা লেন ও মোড়ে মোড়ে রিক্সা-ভ্যান স্ট্যান্ড নির্মাণ কর করতে হবে।

রিক্সা-অটোরিক্সা, ভ্যান-অটোভ্যান এর জন্য নিবন্ধন প্লেট ও চালকদের ডাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। অলি-গলিসহ সকল রাস্তা মেরামত, সোলার লাইট স্থাপন করে রিক্সা-অটোরিক্সা, ভ্যান-অটোভ্যান চলচল উপযোগি করতে হবে। সকল সেক্ট্ররের শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করতে হবে। রেকার বিলের নাম করে রিক্সা চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় বন্ধ করতে হবে।

উক্ত কর্মসূচীর ভারপ্রাপ্ত সভাপতি আলম পারভেজ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি শ্রমিকনেতা খাইরুল মামুন মিন্টু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহসভাপতি সাইফুল্লাহ আল মামুন, আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আলতাব শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক মামুন দেওয়ান ও শ্রমিক জিয়াউর রহমানসহ অন্যান্যরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: