আরিফ জাওয়াদ

ঢাবি প্রতিনিধি

অর্থনীতিবিদ জঁ তিরলকে ঢাবি থেকে প্রদান করা হল ‘ডক্টর অব লজ’ ডিগ্রি

   
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ১৯ নভেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ জঁ মার্সেল তিরলকে সম্মানসূচক Doctor of Laws (Honoris Causa) ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। শনিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাঁকে এ সম্মান সূচক ডিগ্রি প্রদান করেন।

প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৫২ ব্যক্তিত্বকে সম্মানসূচক ডিগ্রি দিয়ে আসছে। জঁ মার্সেল তিরলকে সম্মান সূচক ডিগ্রি প্রদানের মধ্য দিয়ে এ পর্যন্ত ৫৩ জনকে সম্মান সূচক ডিগ্রি প্রদান করল বিশ্ববিদ্যালয়টি।

উল্লেখ্য, ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিহল ২০০৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। বাজার শক্তি এবং বড় বড় কোম্পানির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশ্লেষণমূলক কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পান।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: