রাঙ্গামাটিতে অগ্নিকান্ডের ১৭ বসতঘর পুড়ে ছাই

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্থ মহসিন কলোনীতে অগ্নিকা- ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকন্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস অফিস সুত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিছু বুঝে উঠার আগে আগুন চারদিকে ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘন্টাব্যাপী প্রচেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিস ছাড়াও পুলিশসহ স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নেয়।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচারক মোঃ দিদারুল আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। এতে ৭জন মালিকের ১৭টি ঘর পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ২০ থেকে ২৫লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: