খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করা সম্ভব: এড. হাসেম খান এমপি

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১১:৩১ পিএম

কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড.আবুল হাসেম খান এমপি বলেছেন ‘খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করা সম্ভব’ যুব ও তরুণ সমাজের মাঝে খেলাধুলার বিস্তার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বতর্মানে শিক্ষার্থীদের জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর টেকনিক্যাল ইনস্টিটিউট এলইডি স্মার্ট টিভি কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি বেশি মনোযোগ দিতে হবে। আপনারা ভবিষ্যতে আরও খেলার আয়োজন করবেন, আমার পক্ষ থেকে সকল সহায়তা থাকবে। ভাল কাজে আমি সর্বদা পাশে থাকি এবং আজীবন পাশে থাকব।’

বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও লাল সবুজের পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড.মোঃমাহবুব উল আলম।

উক্ত ফুটবল টুর্ণামেন্ট খেলায় ১২টি খেলোয়াড় দল অংশগ্রহণ ফাইনালে খেলে বুড়িচং ক্রীড়া সংসদ একাদশ বনাম ভূবনঘর কামাল মেম্বার একাদশ। খেলায় ৩-২ গোলে ভূবনঘর কামাল মেম্বার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বুড়িচং ক্রীড়া সংসদ একাদশ।

বাকশীমূল ইউনিয়ন পরিষদের মেম্বার ও খেলার আহ্বায়ক মো: ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে ও আনন্দপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের সদস্য মোঃ বিল্লাল হোসেন ও সদস্য সচিব মোঃ আমজাদ হোসেনের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ'লীগের সংগঠনিক মশিউর রহমান খাঁন, বুড়িচং থানার ওসি মারুফ রহমান, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম ঠিকাদার, বিশেষ অতিথি ফকিরবাজার স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাহেদ মোঃ শামসেদ।

বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি.বাছির খান, এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ সারোয়ার আলম, আনন্দপুর টেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইসহাক, ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, সোশ্যাল ইসলামী ব্যাংকের সেক্রেটারি হাসান মাহমুদ, প্রভাষক জাকির হোসেন, ইঞ্জি.আমিনুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, বুড়িচং উপজেলার বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ জসিম উদ্দিন, বাকশীমূল ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী, আইয়ুব আলী মেম্বার, মোঃ লিটন রেজা মেম্বার, তারিকুল আলম টুটুল, প্রতিষ্ঠানের সদস্য মিনাজুর রহমানসহ আরো অনেকে। খেলার শেষে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের মাঝে এলইডি টিভি কাপ তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: