আইনি ব্যাবস্থা নিলেন অমি

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১১:৩১ পিএম

কাজল আরেফিন অমি সাধারণত বাংলাদেশী ধারাবাহিক নাটক এবং জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্টের পরিচালক। তরুণ প্রজন্মের অন্যতম নাট্যকার তিনি। যার প্রতিটি নাটক আসার জন্য অপেক্ষায় থাকে হাজারো শ্রোতা। সম্প্রতি সময়ে অমির 'ব্যাচেলর'স ফুটবল' নামের একটি নাটক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে এই নাটকের ক্লিপ টিভি থেকে রেকর্ড করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপলোড বেশ চটেছেন এই নাট্যকার। শনিবার (১৯ নভেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাট্যাসে জানিয়েছেন যারা নাটকের ক্লিপ নিজেদের চ্যানেলে চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।

অমি স্ট্যাট্যাসে লিখেছেন, যারা, '“ব্যাচেলর’স ফুটবল” এর টিভি থেকে রেকর্ডেড কপি ও ক্লিপ বিভিন্ন ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপলোড করেছেন আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি, খুব শিগ্রই সেসব চ্যানেল, ফেসবুক পেজ গুলো বন্ধ হয়ে যাবে এবং সেসব ফেক চ্যানেল ও ফেসবুক পেজ গুলি যারা পরিচালনা করেন আমরা তাদের বিরুদ্ধেও আইনগত ব্যাবস্থা নিচ্ছি।'
ছবি - ফেসবুক

তিনি লিখেছেন, 'দয়া করে কেউ “ব্যাচেলর’স ফুটবল” নাটকের কোন ভিডিও ফেসবুকে পোস্ট ও ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না, করলে আপনারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং আমরাও ক্ষতিগ্রস্ত হব। তাই একটু ধৈর্য ধরুন, আগামী ২১’শে নভেম্বর রাত ৯টায় আসছে “ব্যাচেলর’স ফুটবল” শুধু মাত্র Dhruba Tv তে। এভাবেই পাশে থাকবেন, ধন্যবাদ আপনাদের।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: