সুনামগঞ্জে নাটাবের মতবিনিময় সভা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৩:২৪ পিএম

সুনামগঞ্জে যক্ষা নিমূলে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলার জগৎ জ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা শাখার নাটাবের সভাপতি দুজুটি কুমার বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্যের সঞ্চালনায় যক্ষা নিমূলের বিষয়ে গুরুত্বপূর্ন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এসময় জেলা বক্ষবিধি ক্লিনিকে কনসাল্ট্যান্টের ডাঃ অতনু ভট্টাচার্য যক্ষার ক্ষতিকর বিভিন্ন বিস্তারিত ক্ষতিকর দিক গুলো তুলে ধরেন। এবং এর প্রতিকার নিয়েও পরামর্শ দেন। অবহেলা করলে এই রোগের প্রতিরোধ করা সম্ভব হবে না। সঠিক সময়ে সঠিক ভাবে নিয়মিত ঔষধ বেসন করলে দ্রুতই নিরাময় সম্ভব।

বিনা মূল্য চিকিৎসা সেবা দেয়া হয়। কিন্তু অনেকেই অবহেলায় এই রোগের বিস্তার ঘটে তাই এসময় তিনি উপস্থিত সবার বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এবং সভায় যক্ষা নিমূলে নিজ নিজ অবস্থান থেকে ও হাসপাতাল, ক্লিনিক এবং বিভিন্ন এনজিও সংস্থার পাশাপাশি কাজ করার আহবান জানান।

সুনামগঞ্জ ডেপুটি সিভিল সুকদেব শাহা, নাটাব ফিল্ড লেভেল ষ্টাফ সুমন চৌধুরীসহ এসময় জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: