ছাদ থেকে লাফ দেয়ার চেষ্টা যুবকের, বাঁচালো ফায়ার সার্ভিস

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৮:০৮ পিএম

রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় ষষ্ঠতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা  করতে যাওয়া মো. কাউসার (২৭) নামের এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।পরবর্তীতে উদ্ধারের পর তাকে পুলিশে হস্তান্তর করা হয়। পরে পুলিশ পরিবারের সদস্যদের ডেকে তাদের কাছে তুলে দেয়। আজ রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে বনানী ডিওএইচএসের একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে ওই যুবক আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে আমরা ফায়ার সার্ভিসের উপস্থিতিতেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করি।

এই কর্মকর্তা আরও জানিয়েছেন, কাউসার ভবনটিতে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চালক হিসেবে কর্মরত। তিনি বেশ কিছুদিন ধরে মানসিক চাপে রয়েছেন। মানসিক চাপ থেকেই আত্মহত্যার চেষ্টা করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: