লজ্জার রেকর্ডে বিশ্বকাপ শুরু স্বাগতিক কাতারের

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ চার বছরের অপেক্ষার শেষে আজ (২০ নভেম্বর) কাতারে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। তবে স্বাগতিকরা এ ম্যাচে হারতে হয় ২ গোল হজম করে। একেরপর এক আক্রমণে স্বাগতিক কাতারের জালে দুই বার বল জড়ায় ইকুয়েডর। যদিও প্রথমার্ধে ২ গোলের পর আর কোনো গোলের মুখ দেখেনি ইকুয়েডর।
প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে উদ্বোধনী ম্যাচ খেলতে নেমে অবশ্য হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হলো কাতারকে। দোহার আল বায়াত স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এর আগে ৯২ বছরের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে স্বাগতিক হিসেবে উদ্বোধনী ম্যাচ খেলতে নেমে হারেনি কোনো দলই।
দুই দলকে সমর্থন জানানোর লক্ষ্যে ৬০ হাজার ধারণক্ষমতার আল বায়াত স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। তবে খেলা দেখতে এসে হতাশার মুখ দেখে কাতার সমর্থকরা। এ ম্যাচে স্বাগতিকরা প্রথমার্ধ শেষে ব্যাকফুটে রয়েছে। স্বাগতিকদের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইকুয়েডর। দলের হয়ে দুটি গোলই করেছেন এনার ভ্যালেন্সিয়া। ম্যাচের তৃতীয় মিনিটেই কাতারের জালে বল জড়িয়েছিল ইকুয়েডর। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) জানায়, অফ সাইডে ছিলেন ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। যার ফলে বাতিল হয় সেই গোল, অন্যদিকে নাটকীয় শুরু হয় বিশ্বকাপের।
তবে সেদিকে কর্ণপাত না করে টানা আক্রমণ করতে থাকে ইকুয়েডর। যার ফলে ম্যাচের পঞ্চদশ মিনিটে পেনাল্টি পায় হলুদ জার্সিধারীরা। এ সময় ভ্যালেন্সিয়াকে ফাউল করে বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড দেখেন কাতারের গোল রক্ষক সাদ আল শিব। স্পট কিক থেকে সহজেই লক্ষ্যভেদ করে আসরের প্রথম গোলস্কোরার হিসেবে নিজের নাম তোলেন ভ্যালেন্সিরা। ম্যাচের ২য় গোলটি ইকুয়েডর আদায় করে ম্যাচের ৩১তম মিনিটে। প্রিকাইডোর ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান ভ্যালেন্সিয়া।
প্রথমার্ধ খারাপ খেললেও দ্বিতীয়ার্ধে দলটির ডিফেন্ডারদের কারনে বেশ ভালোই লড়াই করে কাতার। যার কারনে আর কোনো গোলের মুখ দেখেনি ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণ করলেও জালের দেখা খুঁজে পায়নি স্বাগতিকরাও।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: