গণবিস্ফোরণ শুরু হয়েছে: এড. সাখাওয়াত

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৯:০৮ পিএম

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই সরকারের পতন আসন্ন। গণবিস্ফোরণ শুরু হয়ে গেছে। সেই গণবিস্ফোরণে আলীরটেক ইউনিয়নবাসীকে সামিল হতে হবে। আগামী ১০ই ডিসেম্বর ঢাকার সমাবেশে আমাদেরকে সবাইকে যেতে হবে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন আলীরটেক ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

তিনি বলেন, 'অঘোষিত হরতালের নামে পরিবহন বন্ধ করে দিয়ে এদেশের সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারও হয়রানি করা হচ্ছে। বন্দরে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সকল নেতা-কর্মীরা গ্রেপ্তার হয়েছেন বা হবেন এর সকল দায়-দায়িত্ব আমরা মহানগর বিএনপি নিলাম।

তিনি বলেন, আমরা বলতে চাই আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই শান্তিপূর্ণভাবে ঢাকার গণসমাবেশ সফল করতে। যদি আমাদের বা কোন বাধা দেওয়া হয় তাহলে দেশের জনগণ দাঁতভাঙ্গা জবাব দিবে।

তিনি আরও বলেন, আলিটেক ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে আমরা কর্মী সম্মেলন করেছিলাম। আগামীর আন্দোলন সংগ্রামে যাতে করে আলীরটেক ইউনিয়ন বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আজকে আমরা নির্বাচনের মাধ্যমে আলীরটেক ইউনিয়ন বিএনপি'র কমিটি গঠন করেছি। যারা বিজয়ী হয়েছেন সবাইকে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীতে সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ আলীরটেক ইউনিয়ন বিএনপি কমিটি গঠন করবেন। সে কমিটিতে অবশ্যই রাজপথে থেকেও যারা হামলা- মামলা নির্যাতন শিকার হয়ে জেল খেটেছেন তাদেরকে অবশ্যই মূল্যায়িত করবেন।

আলীরটেক ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহ- সমন্বয়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, উদ্বোধক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, এম এইচ মামুন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, মাকিত মোস্তাকিম শিপলু, শাহিন আহমেদ, গোগনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম সরদার, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এ.এইচ. সৌরভ প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: