পল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৪:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়ম মিয়া হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দিবেন। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

এদিন সকাল থেকেই ঝটিকা মিছিল সমাবেশস্থলে জড়ো হতে থাকে দলটির নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড দেখা গেছে। নয়ন হত্যার বিচারসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। দুপুর গড়াতেই নয়াপল্টনে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রসঙ্গত, ছাত্রদল নেতা নয়ন মিয়া উপজেলার সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। ১৯ নভেম্বর গণসমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলিবর্ষণ করে। এতে নয়নসহ ৭ জন বিএনপি কর্মী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশের গুলি নয়নের দেহে লাগলে পাশে থাকা লোকজন তাকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: