বোচাগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৫:৩১ পিএম

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি মৌসুমের আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ এল. এস. ডি গুদামে আমন ধান ও চাল সংগ্রহের অভিযানের শুভ উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।

এসময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর মেয়র মো.আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আফছার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল ইসলাম, ওসি এল এসডি মো. মাঈদুল ইসলাম (মাহি), বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হান্নান, আকিল আহম্মেদ, আলতাফুর রহমান, বোচাগঞ্জ মিল মালিক গ্রুপের সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু, ব্যবসায়ী মো. নুরুজ্জামান সোনা, নেকমরদ খাদ্য গুদামের ওসি এলএ সডি মো. সাখাওয়াত হোসেন সহ মিল মালিকরা উপস্থিত ছিলেন।

জানা যায়,চলতি আমন মৌসুমে সেতাবগঞ্জ সরকারি খাদ্য গুদামে কৃষক ও মিল মালিকদের কাছ থেকে ২৮ টাকা দরে ৯ শত ১৭ মেট্রিক টন ধান ও ৪২ টাকা দরে ৯ হাজার ১শত ২৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: