পরীর ভয়ে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় স্বামী শরিফুল রাজ!

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১০:৪৩ পিএম

কাতার বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। র‌্যাংকিংয়ে ৪৫ ধাপ পিছিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল। বিশ্বকাপে ফেবারিটের তকমা নিয়ে শুরু করা আর্জেন্টিনার প্রথম ম্যাচেই এমন ভরাডুবির পর বেশ হতাশ ভক্ত-সমর্থকরা।

তাদেরই একজন চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনার সমর্থক এই নায়িকা মেসিদের হারে বেশ কষ্ট পেয়েছেন। তবে তার কষ্ট কমাতে পাশে দাড়িয়েছেন স্বামী শরিফুল রাজ। স্ত্রীকে সান্ত্বনা দিতে স্বামী শরিফুল রাজকে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সাপোর্টার হতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরী নিজেই। ফেসবুকে শরীফুল রাজের আর্জেন্টিনার জার্সি গায়ে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, 'উনি ব্রাজিল সাপোর্টার মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা হয়েছে! কেমনডা লাগে।'

পরীর এই পোস্টকে বেশ ভালোভাবেই নিয়েছেন ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই সমর্থকরা। সকলেই বেশ মজার মজার মন্তব্য করছেন ছবিটির কমেন্টবক্সে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: