আর্জেন্টিনার হারের পর কথা কাটাকাটি, কোপানো হলো দুই কিশোরকে

বিশ্বকাপে আর্জেন্টিনা হারকে কেন্দ্রকরে কথা কাটাকটি হওয়ার একব পর্যায় দুই কিশোরকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পৌর এলাকার বক্তারপুরের বাসিন্দা দুই বন্ধু আল আমিন (১৮) ও মেহেদী হাসান (১৬)।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বাসিন্দা জানান, বক্তারপুর এলাকায় যুবকরা মিলে আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার বিশ্বকাপ খেলা দেখছিল। খেলা শেষে আর্জেন্টিনা হেরে গেলে কিশোর বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একদল ক্ষুব্ধ কিশোর মেহেদী ও আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। যারা কুপিয়েছে তারা সবাই আহতদেরই বন্ধু। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান স্থানীয়রা।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এমন খবর শুনেছি। কিন্তু এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: