আক্কেলপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ২ দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।
মেলায় ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ‘ইন্টারনেট আসক্তির ক্ষতি’ বিষয়কে প্রতিপাদ্য করে বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিজ্ঞান শিক্ষার উৎকর্ষ সাধনে শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করণের লক্ষ্যে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীরা তাদের নিজের উদ্ভাবণী বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, ‘ভবিষ্যৎ পৃথিবীকে নের্তৃত্ব দিতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় শিক্ষার্থীদের গভীরভাবে মনোনিবেশ করতে হবে। শিক্ষা অর্জনের উদ্দেশ্য চাকুরী নয় বরং জ্ঞান বিজ্ঞান চর্চ্চা করে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলায় শিক্ষার উদ্দেশ্য’।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: