আড়াইহাজারে মাথায় আঘাত করে নৈশ প্রহরিকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০২:০৯ পিএম

মোঃ জাকির হোসেন, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার স্থানীয় উচিৎপুরা বাজারে হোসেন আলী (৪০) নামে এক নৈশ প্রহরিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। তবে কাউকে আটক করতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। এক পর্যায়ে হোসেন আলী নামে এক ব্যক্তি হোসেন আলীর মাথায় আঘাত করে।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে বর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হোসেন আলী স্থানীয় উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর দড়িগাও এলাকার মৃত কাসেম আলীর ছেলে। ঘটনার পর থেকেই নৈশ প্রহরি অভিযুক্ত হোসেন আলী পলাতক রয়েছেন। তিনি স্থানীয় আগুয়ান্দী এলাকার গনি মিয়ার ছেলে। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে একই বাজারের দুই নৈশ প্রহরির মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটেছিল।

উচিৎপুরা বাজারে অবস্থিত হোটেলের রুটির তৈরির কারিগর রঞ্জিত কুমার মিত্র বলেন, ‘ভোর রাতে আমি দেখিছি হামলার শিকার হোসেন আলী যন্ত্রনায় ছটপট করছিলেন। পরে তাকে পানি খেতে দেওয়া হয়। এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’

একই এলাকার ইকবাল হোসেন বলেন, ভোরে বাজারের দুই নৈশ প্রহরির মধ্যে কিছু একটা নিয়ে কথা-কাটাকাটির হয়েছিল। পরে হামলার শিকার হোসেন আলী আমার কাছে একটি সিগারেট চেয়ে সেবন করেন। তিনি আর বলেন, ‘এক পর্যায়ে আমি বাজারের মাাছ পোল্ট্রিতে এসে দেখি একই বাজারে অপর নৈশ প্রহরি হোসেন আলীর সঙ্গে তার ঝগড়া হচ্ছে। এক পর্যায়ে তার কপালের পাশে ও একটু নিচে দুই আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি ঢলে পড়েন।’

এ ঘটনার খবর পেয়ে উচিৎপুরা বাজারের আশপাশের শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। এদিকে আড়াইহাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘মাথার নিচের অংশে একটি আঘাতের চিহৃ পাওয়া গেছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে। তা ময়নাতদন্তের পরই কেবল সঠিকভাবে বলা যাবে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: